পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, আজকে ৯৩টি ফরম নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সর্বমোট ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি। এর মধ্যে আজকে জমা পড়েছে ১০৬। হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।
ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি।
।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, একজন প্রার্থী একাধিক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারে ও একাধিক পদেও জমা দিতে পারে। তবে মনোনয়ন ফরম প্রত্যাহারের দিন তাকে একটি পদে রেখে বাকিগুলো বাতিল করতে হবে।
মন্তব্য করুন